বেনাপোল সীমান্তে অবৈধভাবে আনা ভারতীয় এয়ারগান উদ্ধার

ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত অভিযান চালিয়ে ১টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভান্ডারীর মোড় নামক স্থান হতে এয়ারগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। বিজিবি অস্ত্রটি উদ্ধার করে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে পলাতক দেখিয়ে তার নামে মামলা দায়ের করেছে।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের ভান্ডারী মোড় নামক এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ভারতীয় Siapex ব্র্যান্ডের একটি এয়ারগান মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ।

উদ্ধারের পর জানা যায় এয়ারগানের মালিক পুটখালী গ্রামের মেরাজ আলীর ছেলে আশরাফ আলী (৪৮)। পরে তাকে পলাতক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দেওয়া হয়েছে।