সিলেটে গঠন করা হবে অপরাধ নির্মূল কমিটি: মেয়র আরিফ

 মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সঙ্গে কয়েকজন কাউন্সিলর।
অপরাধী যেই হউক তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার বিচারের পথে চলবে, আইন আইনের পথে চলবে। যাদের আশ্রয়-প্রশ্রয়ে অপরাধ কর্মকাণ্ড ঘটে তাদেরকে ধরতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিসিকের কাউন্সিলরদের নিয়ে  মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে এ মন্তব্য করেন।

এসময় মেয়র বলেন, পুলিশ কমিশনারের সাথে দেখা করে নগরীর সার্বিক বিষয়ে অবগত করেছি। আমরা পুলিশকে কিভাবে সহযোগিতা করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।  নগরীর ২৭টি ওয়ার্ডে সিসিকের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। সেইসঙ্গে পাড়া মহল্লায় অপরাধ নির্মূল করার জন্য দলমত নির্বিশেষে অপরাধ নির্মূল কমিটি করা হবে।