মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য রাখায় জনি স্টোরকে লাখ টাকা জরিমানা

নিম্নমানের শিশু খাদ্য জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আভিযানিক ওই দলটি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে শহরের ফেরিঘাট রোডে অবস্থিত জনি স্টোর নামে এক দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নিম্নমানের শিশু খাদ্য জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আভিযানিক ওই দলটি। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে জনি স্টোরের মালিক হামিদুর রহমান দীর্ঘদিন ধরে নকল কোম্পানির শিশু খাদ্য বিক্রি করে আসছিল

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে জনি স্টোরের মালিক হামিদুর রহমান দীর্ঘদিন ধরে নকল কোম্পানির শিশু খাদ্য বিক্রি করে আসছিল। এ সমস্ত শিশু খাদ্য ভেজাল ও মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে তার দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তার দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করা এবং তা বিক্রির অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসব ভেজাল মালামালের মধ্যে রয়েছে ড্রিংকস, আচার, শনপাপড়ি, হালুয়া, বরফি, লিচু, লাজেন্স, ফ্রুটিসহ বিভিন্ন শিশু খাদ্য।