টেকনাফে অস্ত্রসহ জামাল ডাকাত গ্রেফতার

টেকনাফে জামাল নামের এই ডাকাতকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা। 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস মো. জামাল হোসেন (৪৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন’র সদস্যরা। এসময় তার কাছ থেকে অত্যাধুনিক একনালা এক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার বাসিন্দা হায়দার আলীর ছেলে।
বুধবার (৭ অক্টোম্বর) সকালে ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৬) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে ক্যাম্পের ত্রাস একাধিক মামলার আসামি শীর্ষ ডাকাত জামাল হোসেন অস্ত্রসহ টেকনাফের পশ্চিম লেদায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের খবরে নয়াপাড়া এপিবিএন এর পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্রসহ ডাকাত জামালকে গ্রেফতার করা হয়।’

এসপি আরও বলেন, ‘গ্রেফতার ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১১টি মামলা রয়েছে। সে তার নামে একটি ডাকাত বাহিনী গড়ে তুলেছে।  তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।