আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত চার পুলিশ সদস্য

হবিগঞ্জহবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংঙ্গর গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামি ও তার লোকজন। এ ঘটনায় আহত হয়েছে বানিয়াচং থানার এএসআই তোয়াহা (৩৪), এএসআই সোহেল রানা (৩২), পুলিশ সদস্য হাতিমুরা (২১), পুলিশ সদস্য সোহেল (৩০)। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাংঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে জিআর মামলার পলাতক আসামি বুলবুল মিয়া মিয়াকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। এসময় ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান  ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আব্দুল মমিন পুলিশের সঙ্গে আসামি আটকের বিষয়ে বাকবিতণ্ডা করে। তখন ওই গ্রামে বিদ্যুৎ চলে গেলে আসামিপক্ষ পুলিশের উপর চড়াও হয়। পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এতে উল্লেখিত লোকজন আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) মো. শেখ সেলিম জানান, দক্ষিণ সাংঙ্গর গ্রামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সেখানে যান বানিয়াচং থানার এএসআই তোয়াহাসহ একদল পুলিশ। পরে আসামির লোকজন পুলিশের  ওপর হামলা চালায়। তিনি জানান, ঘটনাস্থল এলাকায় এখন অভিযান পরিচালনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।