পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৪




হবিগঞ্জহবিগঞ্জের বানিয়াচঙ্গে আসামি ধরে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশি অভিযানে চার জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাংঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে জিআর মামলার পলাতক আসামি বুলবুল মিয়া মিয়াকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। এসময় ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ আব্দুল মমিন পুলিশের সঙ্গে আসামি আটকের বিষয়ে বাকবিতণ্ডা করেন। তখন ওই গ্রামে বিদ্যুৎ চলে গেলে আসামি পক্ষের লোকজন পুলিশের ওপর চরাও হয়। একপর্যায়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা। হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় বানিয়াচং থানার এএসআই তোয়াহা (৩৪), এএসআই সোহেল রানা (৩২), পুলিশ সদস্য হাতিমুরা (২১), পুলিশ সদস্য সোহেল (৩০) আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় বানিয়াচং থানার এএসআই সোহেল রানা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেন।