নীলফামারীতে ৮৪৭ মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

Mondop-6

 

নীলফামারীর ছয় উপজেলার ৮৪৭টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্ততি চলছে। এর মধ্যে সদরে ২৭৭, জলঢাকায় ১৭৮, ডোমারে ৯৭, সৈয়দপুরে ৭৯, কিশোরগঞ্জে ১৪১, ডিমলায় ৭৫টি মণ্ডপের কাজ চলছে। জেলা ত্রাণ, দুর্যোগ ও পুর্নবাসন কর্মকর্তা এসএ হায়াত এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, '৮৪৭ মণ্ডপের বিপরীতে জেলায় ৪২২ দশমিক ৫ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালায়। প্রত্যেকটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় ওই বরাদ্দ পৌঁছে গেছে।'

করোনা ভাইরাসের কারণে এবার দুর্গোৎসবে আমেজ না থাকলেও মণ্ডপে মণ্ডপে ধর্মীয়ভাবে পূজা অর্চণার কাজ চলবে, বাজবে ঢাক ও কাঁসর ঘণ্টা। পূজাকে ঘিরে শহরের মার্কেটগুলোয় কেনাকাটার ওপর বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে। ক্রেতারাও পুজার কেনাকাটা করতে ভিড় করছে বিভিন্ন গার্মেন্টস, কসমেটিকস ও জুতার দোকানে। তবে এবছর স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপুজা পালনের কড়া নির্দেশনা রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দুর্গোৎসব পালিত হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি থাকবে আনসার ও গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্য।