যশোরের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪




নওয়াপাড়া১যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত আরও এক প্রাইভেটকার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল পৌনে ৫ টার দিকে দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসক মো. শামীম জানান, দুর্ঘটনায় আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। আর দুই জন চিকিৎসাধীন আছেন। তবে তাদের নাম জানা যায়নি।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকাল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ওইসময় নওয়াপাড়ার ব্রিজের দিকে একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও শিশু (৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:
নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত