খাগড়াছড়িতে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মানিকছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানায়, খবর পাওয়া যায় উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা মাদরাসা সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পশ্চিম পাশে আবদুর রহিম নামে এক ব্যক্তি বুলডোজার দিয়ে পাহাড় কাটছে। এমন অভিযোগে বিকালে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।

অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় আবুল কালামের ছেলে মো. আবদুর রহিমকে (২৯) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা যাবে না। প্রশাসন এ বিষয়ে তৎপর রয়েছে।