কালেরপাড়া ইউপি উপ-নির্বাচন: রাতে সংঘর্ষের পর দিনে ভোট

bogra

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে হারেজ উদ্দিন (নৌকা) ও স্বতন্ত্র সাজ্জাদ হোসেন শিপনের (মোটরসাইকেল) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট জন আহত এবং ২-৩টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাঁসখালী গ্রামে প্রচারণা চালানোর সময় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জন সামান্য আহত ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোনও পক্ষই মামলা করেনি।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন দাবি করেন, সোমবার রাতে তার কর্মী-সমর্থকরা হাঁসখালী গ্রামে এক এজেন্টের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নৌকা প্রতীকের লোকজন হামলা চালায়। এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও তিন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।

নৌকা প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ জানান, রাতে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা হাঁসখালি গ্রামে ভোট কেনার চেষ্টা করছিলেন। এতে বাধা দিলে তাদের মারপিটে তার পাঁচ কর্মী সমর্থক আহত হয়েছেন।