সরকারের ভুল পদক্ষেপের জন্য গরিবরা আরও গরিব হচ্ছেন: মির্জা ফখরুল

PC (1)Mirza Fakhrul Islam Alamgirবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ধনীরা আরও ধনী হচ্ছেন, গরিবরা আরও গরিব হচ্ছেন। বিশেষ করে করোনার কারণে ও বর্তমান সরকার ধনীক শ্রেণিকে সহযোগিতা করার জন্যে গরিব মানুষদের প্রকৃত আয় কমে যাচ্ছে ও তাদের দারিদ্র্য আরও বাড়ছে।'

বুধবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বর্তমানে লস জ্যামিতিক প্রোডাক্টকে জিডিপি ও প্রবৃদ্ধি বলা হচ্ছে এবং সেটাকেই তারা উন্নয়ন বোঝাতে চান। কিন্তু উন্নয়ন বা জিডিপির সুবিধা কারা পাচ্ছেন বা কারা লাভবান হচ্ছেন, সেটাকে তারা কখনোই উল্লেখ করেন না। উন্নয়ন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটার যে সুবিধা তা শুধু একশ্রেণির মানুষের কাছেই পুঞ্জিভূত হচ্ছে, এতে গরিবরা আরও গরিব হচ্ছেন। সামগ্রিক বিষয়গুলো নিয়ে অর্থনৈতিক উন্নয়নের একটা ধোঁকাবাজি চলছে।'

এছাড়াও সংবাদ সম্মেলনের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় শান্তি বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন।