৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুই দুবাইযাত্রী আটক

 



চট্টগ্রাম৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুই দুবাইগামী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের দুই জনকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের আঞ্চলিক সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

আটক দু’জন হলেন নূর কামাল ও ইমরান হোসেন। এদের মধ্যে নূর কামালের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ইমরান হোসেনের বাড়ি ফেনীতে।

মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, দুই জন বিকাল সাড়ে ৫টার ফ্লাইটে দুবাই যেতে বিমানবন্দরে আসেন। আমাদের কাছে গোপন সংবাদ ছিল তারা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছেন। ওই সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। পরে তাদের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে বাংলাদেশি টাকায় ৪১ লাখ দুই হাজার ৪৯৪ টাকা সম পরিমাণ ওমানের দিনার, সৌদি রিয়েল, আরব-আমিরাতের দিরহাম ও কুয়েতি দিনার পাওয়া যায় বলে জানান তিনি।