অনলাইনে হবে না রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়অনলাইনে নয় শিক্ষার্থীদের উপস্থিতিতেই ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (এসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচর্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনলাইনে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে অবশ্যই শিক্ষার্থীদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত। ভর্তি পরীক্ষার অন্যান্য বিষয়গুলো ভর্তি কমিটি পরবর্তীতে নির্ধারণ করবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।