বাড়তি দামে আলু বিক্রি, ১০ আড়তকে জরিমানা

চট্টগ্রাম

অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ১০ আড়তদারকে জরিমানা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

আড়তগুলো হলো- কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্স।

এ সর্ম্পকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাম স্থিতিশীল রাখতে সরকার পাইকারিতে প্রতিকেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দেন। আড়তদাররা সরকার নির্ধারিত দামে বিক্রি না করে বাড়তি দামে আলু বিক্রি করছেন এমন অভিযোগ পেয়ে আজ রিয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে আমরা দেখি পাইকারিতে প্রতি কেজি আলু ৪০ থেকে ৪২ টাকা দামে বিক্রি হচ্ছে। পরে বাড়তি দামে আলু বিক্রির দায়ে আমরা ১০ আড়তকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছি।'