সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১


নীলফামারীর সৈয়দপুর শহরের উর্দুভাষী (আটকে পড়া পাকিস্তানি) গোলাহাট ক্যাম্পে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে সাহিদ আহমেদ (২৫) নামের একজন যুবক নিহত হয়েছে। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাহিদ স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও ক্যাম্পের হাবিব হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাটিতে দাগ টেনে সাহিদ আহমেদ প্রতিবেশী এক যুবকের সঙ্গে জুয়া খেলছিল। খেলার এক সময় উভয়ের মধ্যে ঝগড়া হয়। এতে দু’জনের মধ্যে হাতাহাতি হলে সাহিদ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা অসুস্থ সাহিদকে তাৎক্ষণিক সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থল থেকে খান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্ততি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।