কলেজ শিক্ষক অরুণ রায়কে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার, আটক ২

নড়াইল


নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়কে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নরোত্তম দত্তের পূত্র একাদশ শ্রেণির ছাত্র রাজু দত্ত (১৮) এবং তার বন্ধু পার্শ্ববর্তী যশোর জেলার জামদিয়া ইউয়িনের দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের পূত্র বখাটে দিপু বিশ্বাস (১৮)। জানা গেছে এরা দুজনই নেশাগ্রস্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজু দত্তকে বেনাহাটি গ্রামের একটি মাছের ঘের থেকে এবং শনিবার সকালে দোগাছি গ্রামে বিলের মধ্যে থেকে দিপুকে আটক করা হয়। শনিবার সকালে নিহতের বাড়ির পূর্ব পার্শ্বের একটি ডোবা থেকে পুলিশ নিহত অরুণ রায়ের ব্যবহৃত ২১টি চাবির ছড়া, বাড়ির ফল কাটা ছুরি এবং হত্যাকারীদের ব্যবহৃত একটি টুপি উদ্ধার করে।


পুলিশ আরও জানায়, রাজু ও দিপু নেশাগ্রস্ত এবং এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত। কলেজ শিক্ষক অরুণ রায় তাদের নেশা করতে নিষেধ এবং বকাবকি করতেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) শিমুল কুমার দাস দুজনকে আটকের কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে এবং একটি ছুরিও পাওয়া গেছে। এখনও ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়নি। পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন, দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার কিছু আলামতও পাওয়া গেছে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ সদরের রামপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বেনাহাটি গ্রামের নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, এ বাড়িতে তিনি একা থাকতেন। হত্যার ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।