সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ড থেকে উদ্ধার

সাংবাদিক গোলাম সরওয়ার

নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। রবিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা কুমিরার হাজীপাড়া ব্রিজঘাট এলাকায় তাকে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলে যাওয়া নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাত ৮টার দিকে কে বা কারা তাকে ব্রিজঘাট এলাকায় রেখে যায়। মুমূর্ষু অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ডেকোরেটর দোকানে নিয়ে আসে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করাই। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

সাংবাদিক গোলাম সরওয়ারকে এভাবে উদ্ধার করা হয়।

গোলাম সরওয়ার চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন গোলাম সরওয়ার। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়-এর সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।