সিরাজগঞ্জ-১ আসনের ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

ইভিএম ভোটের ফাইল ছবি

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে ফলাফল গণনার কাজ চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৭১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর শুরু হয় ভোট গণনার কাজ।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী সেলিম রেজা।

নৌকা প্রতীকের তানভীর শাকিল জয় বেরিপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ও বিএনপির প্রার্থী সেলিম রেজা বেগম বশিরুদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

ভোট প্রদান শেষে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘কাজিপুরের মাটি আমার দাদা ক্যাপ্টেন মনসুর আলী ও বাবা মোহাম্মদ নাসিম তথা শেখ হাসিনার নৌকার ঘাঁটি। বরাবরই বিএনপি বা অন্য দলের অস্তিত্ব নেই এখানে।’

এদিকে, ভোট কেন্দ্রে এজেন্ট না দেওয়ার অভিযোগ জানিয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা।

রির্টানিং অফিসার ফরিদুল ইসলাম বলেন, 'ইভিএম মেশিনের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে এই আসন শূন্য হয়। ২৮ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে ইসি। সিরাজগঞ্জের কাজিপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ভোটার তিন লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।