অবৈধ ঘের উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনের দাবি

ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনময়মনসিংহ সদরে চর হরিপুর মৌজার গজারিয়া বিলে অবৈধ ঘের উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেসমিন আরা পলি।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, গজারিয়া বিলে নিজের নামে খাসজমি দখল করে স্থানীয় প্রভাবশালী ওমর আলী ব্যাপারীর পরিবারের লোকজন অবৈধভাবে ঘের তৈরি করে মাছের চাষ করছেন। এ কারণে ওই এলাকার প্রায় সাত-আটটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রোপা আমনসহ সবজির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ সময় অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জামাল উদ্দিন, রিপন সরকার, আশরাফুজ্জামান রতন মেম্বারসহ স্থানীয় ভুক্তভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ঘের মালিকদের উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে তারা এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বলে জানান। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন তারা।