বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনায় আক্রান্ত

শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া

বগুড়ায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ৩৪ জন রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়ে জানান, নমুনা পরীক্ষা ও শনাক্তের হার বেড়েছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের এবং  টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩৪ জন, শাজাহানপুরে চারজন এবং শেরপুর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় তিনজন করে।

সূত্রটি আরও জানায়, রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি। এ সময় সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন আট হাজার ৩৭১ জন। সুস্থ হয়েছেন, সাত হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ১৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৯ জন।