সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বেড়া ১১টা থেকে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অন্ধকারে ছিল সিলেট। দীর্ঘ সময় চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ১৩২/৩৩ উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন চালু হয়েছে।

সিলেট নগরীর উপশহরের বাসিন্দা ডা. নাজমিন আক্তার জানান, দীর্ঘ সময় অন্ধকারে থাকার পর সন্ধ্যায় বিদ্যুৎ পেয়েছি। দ্রুততম সময়ে কাজ করার জন্য তিনি বিদ্যুৎ বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

নগরীর সোবহানীঘাট ও নাইওরপুল এলাকার কয়েকজন বাসিন্দা এ প্রতিবেদককে বিদ্যুৎ আসার কথাটি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে ৩৩/১১ কেভি বিদ্যুৎ সরবরাহ ট্রান্সফরমারে আগুন লেগে যায়। এই ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সেখান থেকে পিজিসিবির উপকেন্দ্রের ১৩২/৩৩ কেভি একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সেই সময় বড় দুর্ঘটনা প্রতিরোধে ওই উপকেন্দ্রের চারটি ট্রন্সফরমারে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয় পিজিসিবি।

ঘটনা তদন্তে পিজিসিবির প্রধান প্রকৌশলী ইকবাল আজমের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।