বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ২




ভোলাভোলার বোরহানউদ্দিন উপজেলায় বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বাটামারা নসুর দোকান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বেলুন বিক্রেতা ও স্থানীয় বাসু হাওলাদারের ছেলে মো. হাছনাইন (১৪)। বেলুন বিক্রেতার পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, বাটামারা গ্রামের নসুর দোকান মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তি গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বাচ্চাদের কাছে বিক্রি করছিল। রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে ওই অজ্ঞাত বেলুন বিক্রেতাসহ ওই এলাকার হাছনাইন নামের এক স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।

আহত হয় দুই জন, এদের একজনের একটি হাত উড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন বলেন, ‘ঘটনাস্থলে আছি। কীভাবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পেয়েছি। বেলুন বিক্রেতার পরিচয় মেলেনি বলে জানান তিনি।