২৯ কেজির বাঘাআইড় ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি




রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পরেছে ২৯ কেজি ওজনের বিশাল আকারের বাঘাআইড় মাছ। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।

সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে স্থানীয় চান্দু মোল্লা এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

জেলে জয়নাল সরদার জানান, রবিবার মাঝ রাতে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠাই। পরে দেখতে পাই বিশাল আকারের একটি বাঘাআইড় মাছ।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, জেলে জয়নাল সরদারের কাছ থেকে এক হাজার ৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকায় মাছটি কিনি। পরে ঢাকায় যোগাযোগ করে হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেন বলে জানান তিনি।