বিষ মিশিয়ে মাছ ধরার অভিযোগে যুবকের কারাদণ্ড

পিরোজপুরপিরোজপুরে খালের পানিতে বিষ মিশিয়ে মাছ ধরার অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) তাকে এ দণ্ড দেওয়া হয়।

পিরোজপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, মেহেদী হাসান পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের আদাজুরি বাজার সংলগ্ন আদাজুরি খালের পানিতে বিষ মিশিয়ে মাছ ধরছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অপরাধে মেহেদী হাসানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় বিষ প্রয়োগ করে ধরা পাঁচ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেটে আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্যারের নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ।