সরকারি জমিতে মাছের অবৈধ ঘের, ভাঙছে সড়ক






ভাঙছে সড়কবাগেরহাটের ভট্টবালিয়াঘাটায় সরকারি জমিতে অবৈধভাবে মাছের ঘের করায় জন সাধারণের চলাচলের সড়কে ভাঙন দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কে ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভোগান্তি থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী জানান, খুলনা-মোংলা মহাসড়কের পাশের খানপুর ইউনিয়নের ভট্টবালিয়াঘাটা এলাকায় আবু মুসা তালুকদারের স্ত্রী লুনা আক্তার সড়ক ও জনপথ কিভাগের সরকারি জমি দখল করে মাছের ঘের করেছেন। এই ঘেরে বিভিন্ন সময় মাটি কাটা ও পানি সেচের ফলে পাশের সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়রা ওই সড়ক দিয়ে নিজেদের প্রয়োজনীয় পণ্য ও অন্যান্য দ্রব্যাদি পরিবহন করতে পারছেন না। যাতায়াতেও সমস্যার মুখে পড়েছেন তারা।

স্থানীয় হায়দার আলী জানান, তার কোনও জমি না থাকায় ২০ বছর ধরে রাস্তার পাশে কুড়েঘর বেঁধে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে কয়েক বছর ধরে লুনা আক্তার তার ঘরের পাশ দিয়ে মাটি কেটে নিয়ে সরকারি জমিতে মাছের ঘের করায় তার বসতঘর ও গোয়াল ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। একইসঙ্গে এলাকাবাসীর চলাচলের সড়কটিতেও ভাঙন দেখা দিয়েছে।

প্রবাসী বাদশা মিয়ার স্ত্রী রীনা বেগম বলেন, লুনা আক্তার সরকারি জমিতে মাছের ঘের করায় চলাচলের সড়কটি ভেঙে পড়ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা এক প্রভাবশালী ব্যক্তির আত্মীয়। সেই প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে মাছের ঘের করেছে। একারণে রাস্তাটি ভেঙে পড়ছে বলে জানান তিনি।