সৈয়দপুরে মাস্ক না পরায় ৪০ জনের জরিমানা

সৈয়দপুরে করোনাকালে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নীলফামারীর সৈয়দপুরে মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়ানোর সময় হাতেনাতে ধরা পড়ায় ৪০ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাস্ক না পরার অপরাধে ১৯৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় এসব জরিমানা করেন তিনি। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৭ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।