রাজবাড়ীতে ২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

চিংড়িরাজবাড়ী জেলা শহরের মাছ বাজার ও শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে ২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ ও দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে চিংড়ি মাছ জব্দ করা হয়।

পরে ভোক্তা আইনের ৪২ ধারায় চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে মাছ ব্যবসায়ী সুশীলকে এক হাজার ও রোকনউদ্দিনকে ৫০০ টাকা জরিমানা ও জব্দ করা জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়।

চিংড়ি১রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, রাজবাড়ী মাছ বাজার ও শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করে ২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ ও মাছে জেলি ব্যবহারের দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।