করোনাকালে খোলা রাখায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

চট্টগ্রামে কোচিং সেন্টার খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনাভাইরাসের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টার চালু রাখায় দুটি কোচিং সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

প্রতিষ্ঠান দুটির মধ্যে ওরাকল কোচিং সেন্টারকে ১০ হাজার ও বিসিএস হেল্প লাইন কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, ‘করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু প্রতিষ্ঠান দুটি সরকারের এই নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রেখেছে। যে কারণে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।