পিছিয়ে পড়া নারীদের তৈরি হস্তশিল্প পণ্যের প্রদর্শনী

প্রদর্শনীতে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পাওয়া যাবে‘অর্থনৈতিক মুক্তি, নারীর টেকসই উন্নয়ন’ স্লোগানে নীলফামারীর সৈয়দপুরে দু’দিন ব্যাপী হস্তশিল্প পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি শিমন শিউলি।

দু’দিনের এ প্রদর্শনীতে হাতের কাজ করা থ্রিপিস, সুতার ডোর ম্যাট, হিজাব, চাদর, পার্স, ব্যাগ, টেবিল ম্যাট, স্লিপার, সিকা ও শিশুদের পোশাক প্রভৃতি পাওয়া যাবে।  

প্রদর্শনীতে অংশ নেওয়া উদ্যোক্তা নাসরিন আক্তার বলেন, ‘আমার স্টলে পুঁতি দিয়ে তৈরি পণ্য রয়েছে। এসব আমার নিজের তৈরি। হাতব্যাগ, কলমদানি, বিভিন্ন স্ট্যান্ড, মেয়েদের ব্যবহার্য নানা পণ্য রয়েছে এতে। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পাওয়া যাবে এখানে।’

ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি শিমন শিউলি বলেন, ‘পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। যাতে তারা নিজেদের তৈরি পণ্য বাজারজাত করতে পারেন এবং অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে পারেন।’