অনুমোদনবিহীন তিন ক্লিনিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানগোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে ক্লিনিক ব্যবসা পরিচালনার অভিযোগে এবং রেজিস্ট্রেশন নবায়ন না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু।

শেখ সালাহউদ্দিন দিপু বলেন, ‘শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ২ লাখ টাকা, একই অভিযোগে মোহাম্মদপাড়া রোড়ের সার্জিক্যাল ক্লিনিককে দেড় লাখ টাকা এবং রেজিস্ট্রেশন নবায়ন না থাকা ও অব্যবস্থাপনার দায়ে শহরের বাজার রোড়ের গোপালগঞ্জ নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।