২২ লাখ টাকা আত্মসাতের মামলায় বর্ণমালা কোচিং পরিচালক গ্রেফতার

খুলনা

জমি দেওয়ার আশ্বাস দিয়ে গুলজান সিটির পরিচালকের কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করার মামলায় বর্ণমালা কোচিং সেন্টারের মালিক মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পিকচার প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গুলজান সিটির পরিচালক আবেদ আলী বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। তাতে তিনি মনির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানান, জমি দেওয়ার আশ্বাস দিয়ে ২২ লাখ টাকা নেন মনির। এরপর তিনি আবেদ আলীকে জমি দেননি। টাকাও ফেরত না দিয়ে টালবাহানা করেন।
এ ঘটনায় মামলা নথিভুক্ত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে মনিরকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিকচার প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, তাকে শুক্রবার জেল হাজতে পাঠানো হবে। একই এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদনও করা হতে পারে।