ঝাউগাছ কাটার সময় ২ বনদস্যু আটক

পটুয়াখালী

পটুয়াখালীর মহিপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার (৫০) ও লিটন প্যাদা (৩০) নামের দুই বনদস্যুকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ৬টি কাটা ঝাউগাছ উদ্ধার করা হয়েছে।

আটক শাহজাহান নজিবপুর এলাকার মৃত ওহাব সিকদারের ছেলে। লিটন একই এলাকার মৃত রশিদ প্যাদার ছেলে।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের দেখে তারা পালানোর চেষ্টা চালায়। পরে স্পিডবোট নিয়ে ধাওয়া করে দুই বনদস্যুকে আটক করা হয়।

মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আটকৃকতসহ ৫ জনের নামের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।