মুমূর্ষু নারীর জীবন বাঁচাতে রক্ত দিলেন ইউএনও

দিনাজপুরের বিরামপুরে সাহারা বানু (৪০) নামের এক মুমূর্ষু নারীর জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের রক্ত দিয়ে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। শুক্রবার (২৭ নভেম্বর) বিরামপুরের স্থানীয় একটি ক্লিনিকে ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ইউএনও পরিমল কুমার সরকার বাংলা ট্রিবিঊনকে বলেন, দীর্ঘদিন ধরে সাহারা বানু জরায়ু টিউমারে ভুগছিলেন। বিরামপুরে স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় জরুরি ভিত্তিতে ওই নারীর রক্তের প্রয়োজন হয়। স্থানীয় ব্লাড ব্যাংকের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ক্লিনিকে গিয়ে রক্ত দেই।

সাহারা বানুর পরিবারের সদস্যরা বলছেন, বর্তমানে রোগী সুস্থ রয়েছেন। ইউএনও পর্যায়ের একজন ব্যক্তি রক্ত দিয়ে সহায়তা করায় তারা অভিভূত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, ইউএনও পরিমল কুমার সরকার রক্ত দিয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে করে সমাজে রক্তদানের প্রতি অন্যদের আগ্রহ বাড়বে।