‘তিনি নিজেই আসতে আগ্রহী ছিলেন না’

চট্টগ্রামসারাদিন নানারকম গুঞ্জন থাকলেও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক শেষ পর্যন্ত সংগঠনটির বার্ষিক মাহফিলে আসেননি। তার না আসা প্রসঙ্গে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘তিনি নিজেই আসতে আগ্রহী ছিলেন না। এখানে কিছু গোঁজামিল ও বিশৃঙ্খলা দেখে তিনি আগ্রহী ছিলেন না। আমরাও তাকে আসার জন্য জোর করিনি। তিনি ফিরে গেছেন।’

শুক্রবার (২৭ নভেম্বর) হাটহাজারীর পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হেফাজতে ইসলামের বার্ষিক এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে অংশ নিয়ে বাবুনগরী বলেন, ‘মামুনুল হক আসার কথা ছিল। যখন প্রশাসন এ বিষয়ে আমাকে বুঝিয়ে বলেছে, আমরা পরামর্শ করলাম, সিদ্ধান্ত নিয়ে জানাবো। কিন্তু তার আগেই এই খবর মামুনুল হকের কানে চলে গেছে। তিনি বলেছেন, “আমি ছাড়াও এই মাহফিল হবে। এই মাহফিল ছাড়াও আমার হাজার হাজার মাহফিল আছে। আমি হাটহাজারী যাবো না।” ’

এর আগে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে মামুনুল হককে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকার বিএমএ মিলনায়তনে ধোলাইর পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করে বক্তব্য দিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেন মামুনুল হক। সেই বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার সমাবেশ করে তাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে নগর ছাত্রলীগ।