ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফতের সমাবেশ, ছিলেন না মামুনুল

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজ শনিবারের পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেননি হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। দলীয় নেতা-কর্মীরা দাবি করেছেন পুলিশি বাধার কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসতে পারেননি। তবে পুলিশ এ দাবি অস্বীকার করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ আনসারী কয়েক মাস আগে মারা যান। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মাওলানা জুবায়ের আহমেদ আনসারী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকার কথা ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা ইসলাম নূরপূরী ও বিশেষ অতিথি থাকার কথা ছিল হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের। আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করার জন্য গত কয়েকদিন ধরে শহরের প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়।

তবে আজ শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানে উপস্থিত হননি মাওলানা ইসমাইল নূরপূরী ও মাওলানা মামুনুল হক।

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের বৈঠক

পরে খেলাফত মজলিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আবদুল আজিজ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী। বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা সাজিদুর রহমান, মুফতি আবদুর রহিম কাসেমী প্রমুখ।

এদিকে হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় আসতে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে সমাবেশ শেষে খেলাফত মজলিস ও হেফাজত নেতা-কর্মীরা বঙ্গবন্ধু স্কয়ার, মঠের গোড়া ও ঘোড়াপট্টি ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় তারা সরকারবিরোধী স্লোগান দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে খেলাফত মজলিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে কিশোরগঞ্জ জেলার ভৈরবে পুলিশ তাকে আটকে দিয়েছেন।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার  অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, মাওলানা মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়ায় আসেননি। তাকে কেউ আটকে দিয়েছেন কিনা এই তথ্য আমাদের জানা নেই।