শিক্ষকের আইসিটি মামলায় রাবি সাংবাদিক বাপ্পীর জামিন

যুগান্তরের রাবি প্রতিনিধি বাপ্পীরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (৩০ নভেম্বর ) বিকাল ৫টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

বাপ্পীর মুক্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাবি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সালমান শাকিল।

এর আগে, ২৬ নভেম্বর ঢাকাস্থ সাইবার ট্রাইব্যুনাল আদালত সাংবাদিক বাপ্পীর জামিন মঞ্জুর করেন। বাপ্পীর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট শেখ আলি আহমেদ খোকন। জামিন আবেদন শুনানির পর আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আল শামস জগলুল।

প্রসঙ্গত, রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ তুলে ২০১৫ সালে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সে সময় কাজী জাহিদ তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১৬টি সংবাদপত্রের প্রতিনিধির নামে মামলা করেন। এই মামলায় গত ১৪ নভেম্বর বাপ্পীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশ।