‘২০২১ সালেই উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র’

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করেন বিপিডিপি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিপি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ২০২১ সালের শেষ দিকেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র উপাদনে যাবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে এ বিদ্যুৎ কেন্দ্রে নবনিযুক্ত প্রকৌশলীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) প্রকল্প এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রথম ব্যাচের প্রকৌশলীরা কাজে যোগদান করেন।

বিপিডিবি চেয়ারম্যান আরও বলেন, মুজিব শতবর্ষে দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর এই লক্ষ্যকে সামনে রেখে রামপাল পাওয়ার প্লান্টের (রামপাল বিদ্যুৎ কেন্দ্র) কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুই ইউনিট বিশিষ্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের প্রথম ইউনিট ২০২১ সালের শেষ দিকে এবং দ্বিতীয় ইউনিটটি ২০২২ এর প্রথম দিকে উৎপাদনে যাবে।

প্রধান অতিথি বলেন, পরিবেশগত সকল আন্তর্জাতিক মান বজায় রেখেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রে আমদানি করা উন্নতমানের কয়লা ব্যবহার করা হবে। আল্ট্রা সুপার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প কয়লা ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদন করা যাবে। দেশে বিদ্যুৎ খাতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রায় ১১ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বর্তমান উৎপাদন ক্ষমতা ২০ হাজার ৩০০ মেগাওয়াট ছাড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক অনিমেশ জইন বলেন, নবনিযুক্ত তরুণ প্রকৌশলীদের কর্মকাণ্ডে প্লান্টে আরও গতি আসবে। এবছর সেপ্টেম্বরের পর থেকে ভারত থেকে এক হাজার দুইশত এর অধিক দক্ষ শ্রমিক ফিরে এসেছে। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকসহ ৭ হাজারেরও অধিক শ্রমিক কর্মরত আছে। বর্তমানে প্রকল্পটির অবকাঠামোগত কাজের শতকরা ৫৫ ভাগ এবং আর্থিক অগ্রগতির শতকরা ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক এসসি পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমসহ প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিপিডিপি’র চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন অন্যান্য অতিথিকে নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।