রোহিঙ্গাদের নিয়ে ২০টি বাস ভাসানচরে যাচ্ছে

ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্মিত ঘর।

ভাসানচরে স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের বহনকারী ২০টি বাস কক্সবাজারের উখিয়ার ডিগ্রি কলেজ থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে গেছে। এতে কতজন রোহিঙ্গা রয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রথম দফায় ১০টি বাস উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। এরপর পৌণে একটায় রোহিঙ্গাদের বহনকারী আরও ১০টি বাস ছেড়েছে।

উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানীয় মুদির দোকানি আবুল কালাম বলেন, 'সকাল সাড়ে ১১ টায় রোহিঙ্গাদের বহনকারী ১০টি বাস উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস ছেড়েছে। এরপর পৌণে ১টার দিকে আরও ১০টি বাস কলেজ ক্যাম্পাস ছেড়ে যায়।'

এর আগে, বুধবার রাতে ভাসানচরে স্থানান্তরের জন্য স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়।