কবি ও সংগঠক তনন হত্যার বিচার দাবি

IMG_20201204_104444

কবি ও সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তনন মঞ্চ ও অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিট। শুক্রবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত মানববন্ধনে তারা এই দাবি জানায়।

তনন হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, 'কবি সাহিত্যিকরা জাতির বিবেক। তাদেরকে হত্যা করা মানে জাতির বিবেককে হত্যা করা। তনন ছিলেন একজন অত্যন্ত মানবতাবাদী কবি ও সংগঠক। তার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রভাবশালীদের মদদে বর্বরোচিত ঘটনার মাধ্যমে তননের মতো কলম সৈনিককে হত্যা করে বুদ্ধিবৃত্তির চর্চা কখনও দমিয়ে রাখা যায়নি, যাবেও না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগণিত সুশীল সমাজের আলোকিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এখনও দেশের কোথাও কোথাও চিন্তাশীল ও সৃষ্টিশীল মানুষকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হচ্ছে।'

এসময় বক্তারা ৬টি দাবি উত্থাপন করেন। এগুলো হলো- এজাহারভূক্ত আসামিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে মদদদাতাদের ও আশ্রয়দাতাদের চিহ্নিত করতে হবে। দোষীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা গ্রহণ করতে হবে; এবং সৃষ্টিশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে জড়িতদের কারও অনভিপ্রত ও অস্বাভাবিক মৃত্যু ঘটলে অভিযুক্তদের বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচারকাজ সম্পন্ন করতে হবে।

তনন মঞ্চের আহ্বায়ক এবিএম সোহেল রশীদের সভাপতিত্বে এসময় মঞ্চের সদস্য সচিব মোসলেহ উদ্দিন মানববন্ধনে বক্তব্য রাখেন।