নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম এলাকার সাদেকুল ইসলাম রইসুলের ছেলে রহিদুল ইসলাম ইমরান (২৩) ও একই উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা ওয়াবদা এলাকার মৃত. নেছাব উদ্দিনের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে (২৭)।
কাকিনা স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮টায় লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে বুড়িমারী কমিউটর ৬৫ আপ ট্রেনটি কাকিনা স্টেশন ইয়ার্ডে প্রবেশের সময় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাবেক পয়েন্টম্যান মৃত. নেছাব উদ্দিনের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। ট্রেনের নিচে পিষ্ট হয়ে লাশ ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, বুড়িমারী কমিউটর ডাউন ট্রেনটি লালমনিরহাট ফেরার পথে কাকিনা স্টেশন ছেড়ে যাওয়ার পর বানীনগর শান্তিগঞ্জ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
লালমনিরহাট জিআরপি থানার ওসি বাহারুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট স্টেশন মাস্টার থেকে কোনো মেমো না দেওয়ার কারণে ওই এলাকায় কেটে পড়া পড়ে কেউ মারা গেলে বলে আমাদের নলেজে নেই। আপনার নিকটই প্রথম জানতে পারলাম।