কুষ্টিয়ায় জামায়াতের ৫ নারী কর্মী আটক




কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর পাঁচ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পশ্চিম আব্দালপুর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পশ্চিম আব্দালপুর বাজারপাড়া গ্রামের বাসিন্দা মৃত লুৎফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (৫০), সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪৫), আলতাফ হোসেন মণ্ডলের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং রবিউল ইসলামের স্ত্রী সাহেদা বেগম (৫০)।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গ্রেফতার মহিলা জামায়াতের নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অর্থ সংগ্রহ করছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।