মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে: হানিফ

কুষ্টিয়ায় ইসলামিয়া কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।





আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই সরকারের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য, সরকারকে উৎখাত করার জন্য যত রকম ধর্মভিত্তিক তৎপরতা রয়েছে তার পেছনে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে।
বুধবার (৯ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে সংবর্ধনা ও ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সেটাকে ধ্বংস করেছেন জিয়াউর রহমান, তারপর এরশাদ। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান নিষিদ্ধ হওয়া ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। তবে আওয়ামী লীগ কখনই মৌলবাদকে লালন করেনি।
হানিফ আরও বলেন, মৌলবাদী দলের উগ্র মোল্লাদের সঙ্গে কোনও ধরনের আলাপ-আলোচনা আওয়ামী লীগ বিশ্বাস করে না, এর কোনও যৌক্তিকতাও নেই।
সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় কুষ্টিয়া জেলা যুবলীগ এই সংবর্ধনার আয়োজন করে। এতে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ছাড়াও দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসে।