নেত্রকোনায় বধ্যভূমি সংরক্ষণে স্মৃতিসৌধ নির্মাণ

নেত্রকোনানেত্রকোনা শহরের পাটপট্টি মহল্লায় মগড়া নদীর তীর ঘেষে ব্রিজ সংলগ্ন ভূমিতে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমি সংরক্ষণ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধটি উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়।

পরে জেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. শামছুজ্জোহা, নেত্রকোনা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আইয়ুব আলী, জেলা বারের সভাপতি সীতাংশু বিকাশ আচার্য্য চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. শামছুজ্জোহা বলেন, পাটপট্টি ব্রিজের নিচে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরেরা অগনিত স্বাধীনতাকামী মানুষদের নির্যাতনের মাধ্যমে হত্যার পর লাশ ফেলে রাখতো। তিনি সঠিকভাবে বধ্যভূমি সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে যুদ্ধের আসল ইতিহাস তুলে ধরার দাবি জানান।

সমাপনী ভাষণে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় বলেন, জেলায় অবহেলিত ১৪টি বধ্যভূমির সবগুলোর সংরক্ষণেই জেলা পরিষদ পর্যায়ক্রমে কাজ করবে।

প্রসঙ্গত, পাটপট্টি এলাকার ব্রিজ সংলগ্ন বধ্যভূমিটি সংরক্ষণে অংশ হিসেবে জেলা পরিষদ আট লাখ টাকা ব্যয়ে শিল্পী মেহেদী হাসানের নকশায় স্মৃতিসৌধটি নির্মাণ করেছে।