পড়ে যাওয়া বস্তা তুলতে গিয়ে ট্রেনে কেটে মৃত্যু

বগুড়ায় বগি থেকে পড়ে যাওয়া বস্তা তুলতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকায় কেটে রুবি বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ্ আলম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, রুবি বেওয়া লালমনিরহাটের কুলাহাট বাজারের মৃত মিজানুর রহমানের স্ত্রী। তিনি কয়েকদিন আগে নওগাঁয় তার বোন পারুল বেগমের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে বোন পারুল তাকে সান্তাহার জংশন স্টেশন থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। বেলা ১টা ৫৭ মিনিটে ট্রেনটি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া স্টেশন অতিক্রম করে রেলঘুমটি এলাকায় পৌঁছে। এ সময় রুবি বেওয়ার হাতে থাকা একটি বস্তা বগি থেকে পড়ে যায়। তিনি বস্তাটি তোলা চেষ্টা করলে পা বেসামাল হয়ে পড়ে ট্রেনের নিচে চলে যান। ট্রেনের চাকায় গলা কেটে দ্বিখণ্ডিত হয়ে মারা যান তিনি।

তালোড়া স্টেশন মাস্টার আবদুল মান্নান জানান, ট্রেনে কেটে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রেলের বোনারপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।