বিএনপির মেয়র প্রার্থীর পোস্টারে আগুন

ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীর পোস্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ট্রাংক রোড় এলাকায় পোস্টার লাগানোর সময় এই ঘটনা ঘটে। এতে ধানের শীষের প্রতীকের পাঁচ শতাধিক পোস্টার পুড়ে গেছে বলে দলীয়ভাবে দাবি করা হয়েছে।

এই ঘটনার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির দলীয় মেয়র প্রার্থী  আলাল উদ্দিন আলাল। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী স্বপন মিয়াজি বলেন, দলীয় কোন্দলের জের ধরে বিএনপির নেতাকর্মীরা এমন ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।বিএনপির মেয়র প্রার্থীর পোস্টারে আগুন

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। একই সময় লোকজন আগুন নিভিয়ে ফেলে। কারা কী কারণে পোস্টারে আগুন দিয়েছে পুলিশ অনুসন্ধান করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র প্রার্থী আলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,  বৃহস্পতিবার সকালে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করবেন তিনি। একই সঙ্গে এই ব্যাপারে ফেনী মডেল থানায় অভিযোগ করবেন।