চট্টগ্রাম সিটির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট বাতিল

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আলকরণে কাউন্সিলর নির্বাচন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়।

তারেক সোলেমান সেলিম আলকরণ ওয়ার্ডের চারবারের কাউন্সিলর। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জানুয়ারি তিনি ঢাকার বেসরকারি ডেল্টা হাসপাতালে মারা যান। এর আগে ২০২০ সালের জুনে তার শরীরে ক্যানসার ধরা পড়ে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারি ৩১ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক সোলায়মান সেলিম মারা যান। এ কারণে স্থানীয় সরকার বিধিমালা-২০১০-এর বিধি ২০ অনুযায়ী ওই ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের সব নির্বাচনি কার্যক্রম বাতিল করা হলো।

বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনও প্রার্থী মারা গেলে ওই এলাকার নির্বাচন বাতিল করতে হয়।