১২ দিন পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু

১২ দিন পর আজ সোমবার (২৫ জানুয়ারি) থেকে আবারও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে শুরু হয়েছে যান চলাচল। গত ১২ জানুয়ারি এই সড়কের কুতুকছড়িতে ৬৪ মিটার দীর্ঘ বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দাসহ এই সড়ক ব্যবহারীরা। সেনাবাহিনীর উদ্যোগে বিকল্প সেতু নির্মাণের মাধ্যমে এই সড়কে আবারও যান চলাচল শুরু হলো।

ডাইভারশান সড়কে ১৪০ ফুটের বেইলি সেতু ও ২৪০ মিটার অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করে সেনাবাহিনী। অস্থায়ীভাবে নির্মিত এই সেতু দিয়ে পাঁচ টনের অধিক ভারী যান চলাচল নিষেধ রয়েছে।রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু

সেতু ভেঙে পড়ার পর সড়ক বিভাগ থেকে জানায়, সেতুটি মেরামতে দুই সপ্তাহ সময় প্রয়োজন। তবে এখনও পর্যন্ত শেষ হয়নি মূল সেতুটির সংস্কার। এই পরিস্থিতিতে স্থানীয়দের পণ্য পরিবহনের দুর্গতি দেখে গত ১৫ জানুয়ারি সেনাবাহিনীর ২০ ইসিবি বিকল্প সেতু তৈরির কাজ হাত নেয়। সোমবার এই বিকল্প সেতু দিয়ে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন বলেন, সেনাবাহিনীর তরফ থেকে সাময়িক সময়ের জন্য বিকল্প সেতু নির্মাণ করায় এই এলাকার জনসাধারণের জন্য সুবিধা হয়েছে। মূল সেতুর সংস্কার কাজ চলমান রয়েছে। শিগগিরই সেতুটির ওপর দিয়ে যান চলাচল শুরু হবে।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বেইলি সেতুটি পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়লে তিন জন নিহত হন। এতে খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন-

পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নিহত ৩