খুলনায় একদিনে করোনায় তিন জনের মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার (২৫ জানুয়ারি) একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।  খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা পিসিআর ল্যাবে ২৫ জানুয়ারি ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে খুলনারই ছিল ৮২টি। কিন্তু সবগুলো নমুনার ফলাফলই নেগেটিভ হয়েছে।

তবে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনজন করোনা রোগীর। এরা হলেন, যশোরের নাভারনের নাজিম উদ্দীন (৭৬), যশোর সদরের বারান্দিপাড়ার রফিকুল ইসলাম (৭৪) এবং নগরীর দৌলতপুরের পাবলার আ. গফফার (৭০)।

নাজিম উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি এ হাসপাতালে ভর্তি হয়ে সোমবার সকাল ছয়টা ৪০ মিনিটে মারা যান। রফিকুল ইসলাম ২০ জানুয়ারি ভর্তি হয়ে সোমবার সকাল সাতটা ৪০ মিনিটে ইন্তেকাল করেন। আর মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকার আ. গফফারও ২০ জানুয়ারি ভর্তি হয়ে সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে মারা যান।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেছেন, ২৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২৫ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৪৫০ জন।