জুয়াড়িদের হামলায় ২ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৩

গাজীপুরে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের হামলায় সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চান্দনা চৌরাস্তার ঊনিশে টাওয়ার ভবনের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুর মেটোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত এএসআই আব্দুর রহিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় প্রায় ২০টি সেলাই দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো– গাজীপুর সিটি করপোরেশনের দিঘীরচালা এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম টিটু (২৪), কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গুছিয়াহাটা এলাকার মৃত আব্দুল মোজামের ছেলে ফরিদ (৪৮) এবং একই উপজেলার সাতরধোন এলাকার মোক্তার উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৮)।

আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কলকাতি এলাকার মৃত এলাহী বক্সের ছেলে।

বাসন থানার ওসি জানান, রাতের ডিউটি শেষে শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এএসআই আব্দুর রহিম (৪২) ও কনস্টেবল তৈবুর রহমান (২৮) থানায় ফিরছিলেন। পথে তারা সংবাদ পান স্থানীয় চান্দনা চৌরাস্তা এলাকার ঊনিশে টাওয়ার ভবন সংলগ্ন সিয়াম পরিবহন বাস সার্ভিসের কাউন্টারে বসে কয়েক ব্যক্তি সকালে জুয়া খেলছে ও মাদক দ্রব্য বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেন। তাদের নিয়ে থানায় রওনা হলে অন্য জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ আটককৃতদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং মারধর করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের ওই দুই সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।