চারকোল তৈরির কারখানায় আগুন, আহত ১

ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে চারকোল (কাঠকয়লা) তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ  ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের সময় মহাব্বত আলী নামে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন। ঝিনাইদহ, মাগুরা ও শৈলকুপার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি সামিমুল ইসলাম জানান, দুপুরে অচিন্তনগর গ্রামে তাজী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা পাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণের সময় আহত ফায়ার সার্ভিসের কর্মীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

স্থানীয় ইউপি সদস্য মিকাইল হোসেন জানান, এই আগুনে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হবে।

এদিকে, আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ অচিন্তনগর গ্রামে ভিড় জমায়।